Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দিনাজপুর জেলায় উৎসাহ উদ্দীপনায় শেখ রাসেল দিবস পালিত ।
বিস্তারিত

১৮ অক্টোবর শেখ রাসেল দিবস পালনের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার তথা বর্তমান প্রজম্মের শিক্ষার্থীদেরকে/শিশু-কিশোরদের উন্নত বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়ে শিশু-কিশোরদের মাঝে শেখ রাসেলের স্মৃতি অম্লান থাকবে। একই সাথে আগামী দিনে বাংলাদেশকে পরিচালনাসহ নেতৃত্ব দানের ক্ষেত্রে শেখ রাসেলের দীপ্ত প্রত্যয়কে হ্নদয়ে ধারণ করে তারা উন্নত বাংলাদেশ গড়ার শক্তিতে বলীয়ান হবে। শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পনের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। অতঃপর একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। তারপর মাননীয় প্রধানমন্ত্রীর স্কুল অভ ফিউচার ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন উপলক্ষ্যে দিনাজপুর একাডেমী স্কুলের চারটি রুমে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম-সেবা, পুলিশ সুপার, দিনাজপুর, জেলার প্রোগ্রামার (জেলা আইসিটি অফিসার) জনাব তাহনিয়াতুল ইসলাম সহ জেলার সরকারী কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন, রচনা, প্রেজেন্টেশন প্রস্তুত, প্রীতি ফুটবল ম্যাচ সহ ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
19/10/2022
আর্কাইভ তারিখ
10/12/2022